নারী।। খাতুনে জান্নাত
.......................................................

ও নারী
জল নয়—চোখের কাজলে ঢাক
যাবতীয় কালিমার কাল
বৃক্ষের আবাস থেকে শোষে নাও
অমানিশার জন্য সবুজ ভূভাগ।
আঁচলের খুঁটে বাঁধো এক-পৃথিবী ফুলের সুবাস...

ও নারী
শোক নয়—শিশুর হাসিতে দাও মন;
বীজতলা, ঝাউবন,, নির্ঝরিণী-বনের কূজন।
সম্মুখে দাও খুলে অবারিত সাম্যের আকাশ।

ও নারী
ভীরুতা নয়—পায়ের ঘুঙ্ঘুরে তোল ঝড়—
দুমড়ে মুচড়ে যাক অহেতু বিরোধ-বাঁধ
আপন রত্নে সাজ পরম যত্নে গড়া নিরেট পুতুল।
সংঘবদ্ধ হাত ছড়াক দিকবিদিক
জয় এনে দেবার সাহস।

ও নারী
ভগ্নতা নয়— দেহের নিপুণ বাঁধ খোল—
জীবন অঙ্কুরে দাও প্রিয়তম কামনার বাস;
দিনের আলোয় ধরে ঝলসানো সুখের মোড়ক
সচল সুষম হোক রাখ ঢাক পথের প্রকাশ।

উঠান বাগানবাড়ি দেশ মহাদেশ বুঝে নাও
খুঁজে নাও রিক্ততার জড়
যৌবনের গান সহাস্যমূর্ত করুক মননের সরল অক্ষর;
দুর্বল-প্রাণে গেঁথে মানবিক প্রেমের সাক্ষর।