নামের গভীরে জ্যোতি
একটি নাম লিখতে লিখতে লিখে ফেলি মায়া
গুঞ্জনে গুঞ্জনে পোয়াতি হয় পয়মন্ত সময়
আয়ু বাড়ায় জ্যোতি ও সংগ্রাম
প্রজাপতি হারিয়ে গেছে শুককীট বনে
বনের গভীরে প্রলম্বিত মনের বাহু ও আলোছায়া
এ আমি নদী পাড় ভেঙে চলছি প্লাবনের খর পূর্ণতায়
এ আমি জটাজালে আবৃত সামাজিক আয়ু
এ আমি রজকীনি হাজার বছর
একটি নাম লিখতে লিখতে লিখে ফেলি গান
একটি নাম খুঁজতে খুঁজতে পেয়ে যাই নির্বাণ...
পুরনো সিন্দুকে জমানো বইয়ের ন্যাপথালিন মাখতে মাখতে
পারিজাত গল্প হয়ে যাই,
ছন্দের বারান্দায় অলঙ্কার,অনুপ্রাস ও বিন্যাস;
নামের কিনারে লেখা থাকে ইতিহাস!