নগ্নতা
খাতুনে জান্নাত
........................................

জীবন থেঁতলে থাকে ফুটপাতে, নগ্ন কলেবরে...
আবহমানের ধুলোমলিনতা
পলিমাটি ঘেঁটে ঘেঁটে প্রজন্ম’র বয়ে দেয়া ক্ষয়প্রাপ্ত
বন্যা, খরা, সুনামি বয়ে--
সাগর নদীর গহ্বর হ’য়ে ওঠে আসে ভগ্ন ফুটপাতে-
ভগ্নতা শাশ্বত রয় জীবন জীবন।
.
লক্ষ্মীর  চিরকাল অলক্ষ্মীর সাথে দিনাতিপাত
ভালোবাসার গঙ্গায় ধোয় অপ্রেমিক পাত্রের পাদুকা...
রাম রাবণের পায়রবিতে-
ঘাম, ধুলো চাটতে চাটতে জীবনের পাদদেশে...
কৃষ্ণ-রাধার মুরলীতে জীবন ভাঙার বেদনাও হয় না তোলা।
দুর্গার দুর্বার তেজ ম্লান করে শরীরের বিকিকিনি...

মোহাম্মদ নিশ্ছিদ্র আঁধারে অস্ত্র, বোমা গ্রেনেডের ঘোরে-
হিরোইন, মারিজুয়ানা, গাঁজার পুরিয়া পাচার করেও
ঘুরে ফিরে আসে ফুটপাত লগ্ন কলেবরে...
ফাতেমা ও সরস্বতী ঢাকে-
শিক্ষা-সংস্কৃতি-সভ্যতার সুকুমার লালিত্য
একমুঠো অন্ন, বিন্দু বিন্দু জলের তৃষ্ণায়।
আয়েশার চোখে লাঞ্ছিতজনের আগুন আর শরীরের হাহাকার...

মরিয়মের জীবন ঝুলন্ত তালি-পলিথিন।
যিশুর সকল প্রশান্তি পাথর হয় ফুটপাতমগ্ন কলেবরে।
উপরে বস্তা-কাঁথার ছেঁড়া চালা
সম্মুখে নর্দমার দুর্গন্ধে জীবন ক্ষয়ে ভীত
সিফিলিস, গনোরিয়া, এইডস
জন্ডিস, যক্ষা, কুষ্ঠ, কালাজ্বরে নিপতিত।
অবশেষে খোঁড়াতে খোঁড়াতে
খাদ্য, বস্ত্র আর চিকিৎসা বিহীন
মাতা-পিতামুখী
লক্ষী-সরস্বতী-দুর্গা-ফাতেমা-জুলেখা-আয়েশা-মরিয়ম-রাম-কৃষ্ণ-যিশু
ও মোহাম্মদ...