যেদিন মাকে মিশিয়ে দিয়েছি মাটির সাথে
সেদিন থেকে নিজের দেহকে মাটি মনে হয়
এ দেহে ফুল ফল কতই তো হলো
তোমরা ছড়িয়ে দাও তীর্যক রাসায়নিক
বিষে আক্রান্ত মাটি...
আমি তো বহন করছি হাজার বছর ধরে
পরকিয়া পিতাদের বিষ
ওলন্দাজ, পর্তুগিজ, ইংরেজ, ইরাকি, আরবি
বিষে বিষে বিষ স্কয়ার হচ্ছে, কিউব বা টু দি পাওয়ার
তাই তো সন্তানেরা ছড়িয়ে দিচ্ছে বিষের জারক রস
জাহাজ ঘাটায়, নগর, ভাটায়, বাজারে, ময়দানে
লালা ও নাব্য জলসায়....
যেদিন মাকে হারিয়ে পথ খোঁজা শুরু
নদীর উৎস দেখি চোখে...
অন্তত ছুঁড়ো না ধুলো উৎসঅভিমুখে