মা আমার মা
খাতুনে জান্নাত
.....
অনন্ত নক্ষত্রবীথি আরোগ্যের সুষম উদ্যান
স্তব্ধতার বদ্ধ ঘরে শুদ্ধতার প্রেম উপাখ্যান
গতির অভয় বাণী আলোকিত দিনের উপমা
মা আমার সুর লয়ের দোলা, কাব্যের দ্যুতি
দূর করে কর্মহীন যাবতীয় তমসা ও তমা।।
ছন্দে স্পন্দিত মন উড়ু উড়ু ধানের আশিষ
বেগুনি নরম রোদে প্রাণ পায় দুপুরের শিস;
কলসে ভোরের জল, রাঙা মন, জলের লিখন
আগামী দিনের পথে ধাবমান দিনের স্পর্শ
মা আমার অনুরাগের চাদরে জড়ানো মুগ্ধ মন
উর্বশীর দোলাচল, জারুল, জামরুলের মিহীন মিশেল
পথ ও রথের গীত, আমের আঁটির বাঁশি, মেঘনার ঢেউ
মা আমার উদ্দাম গ্রামের পথ, ঢেউফল পথভোলা পাখি
অরুণ-স্ফিত হাসি, মায়াবী দিকের দিশা খুঁজে পায় কেউ...