অতঃপর কবি প্রেমে পড়েছেন
দিগন্তের চোখে রেখে এসেছেন নান্দনিকতার সূক্ষ্ণ ডায়াফ্রাম।
তিনি জপেন প্রেমসারথী
শব্দের গভীরে ডুবে মাছরাঙার মতো তুলে আনেন ধ্বনি, সুখ, আড়ষ্টতা, অনাড়ম্বরতা
হিরকখচিত তিমির রাত
কথোপকথনের রক্তিমাভা
ফোনের ওপারে চোখের আলো
মিষ্টি হাসির ইষ্টিকুটুম।
কবি আঁকেন রজনীগন্ধা বাসর
পাখির ডানার ধুন
ময়ূর পেখম উড়িয়ে রোদের ঝিলিমিলি
চোখের তারায় আগামীর মানচিত্র।
কবি লিখেন প্রেমের চিত্রকল্প
কালি ও কলমের গভীরে কাব্যের আস্বাদ।
বহুদূর থেকে ভেসে আসে অনার্য কালের প্রেম কাহিনি
গুল্মলতার ইতিহাস
ফুলের আতর নিয়ে পরাগরেণুর ভাসন্ত সামিয়ানা
দোয়েলের ডাকে ভাঙা মিহি-ভোর...
কবি লিখছেন প্রেম
বর্নিল দিনের ক্যানভাসে মায়া, চুমু, যৌনপ্রশান্তি, মেলোড্রামা,
মুখের উপর মুখ
ছায়ার ভেতর অবয়ব
কবিতার ভেতর সংসার...