জীবনপোড়া কাব্য

(গার্মেন্টস আগুনে যারা...)
খাতুনে জান্নাত
............

এখন হেমন্ত-
চাঁদরাতে ধান মলনের মহোৎসব,
নবান্নের গানের পালায়
কে যে নিয়ে এলো মরানদীর মাতম!

সন্ধ্যায় রমণীরা গ্রাম শহরের বাটে বাটে
নিত্যই বিছিয়ে দিত রান্নার সুঘ্রাণ
এখন মানুষপোড়া গন্ধে এদেশ ককিয়ে ওঠে!
কসাইয়ের ছুরিতে পশুর আর্তনাদের আর্তি বয়ে বয়ে
ও কলম কার কথা লিখবে এখন?

এখন হেমন্ত-
জীবনের পোড়া ক্ষতে শুশ্রূষা নিতে এসে
ওঁরা সেলাই কলের ফোঁড়ে লিখে
জীবনপোড়া কাব্য।