জাগো ভগ্নি রোকেয়া
খাতুনে জান্নাত
........................

প্রেম মূর্তি এঁকে
অতিমানবের বিমূর্ত সফরে
দুঃখ আর্তি চোখের জলের কলেবরে
ভাঙতে চেয়েছিলে নীরব গাঢ় ঘুম
স্বপ্নফুল ফোটে
স্বপ্ন-শরীরে দিয়ে চুম।

প্রেয়সী, প্রিয়তমা শব্দের শাণিত আদর
কেন ফিরে আসে ভগ্নাংশে, অপ্রিয় কথনে
কেন হয় ম্যাড়মেড়ে
নীল যত্নে নিরেট চাদর!
সূর্য-সবুজ নয়
অক্ষর-আলো নয়
ভেঙে যায় বালুচর
অন্ধতার উত্তাল গর্জনে...

বোধ হীন মানুষ,
ঘাসভুক পশুর আদল
বিবেকের বিক্রি নয়
স্রেফ হাঁটা বিবেক বিহীন
ঘটিবাটি ঘাঁটাঘাঁটি
জড়-বোজ আকার গ্রহণ
জন্মদাত্রী কাঁদে জন্মমাসূলে ঠিকানা বিহীন!

জাগাতে চেয়ে চাবুকে দিয়েছো আঘাত
প্রত্যাঘাতে দগ্ধ প্রাণ, নিয়ত সংঘাত
হটনি পিছু
প্রস্তর বোঝাই নাও
তীরে নয়, অভিমুখে
আশায় গিয়েছে ছুটে--
নতুন রোকেয়া কোন বেদনা অসুখে
পুড়িয়ে গলিয়ে টলিয়ে দিবে আসল সংবাদ!
...............