উচ্ছন্নে যাওয়া সময়টায়
মাছি ওড়ে, গাছি চড়ে, জোয়াল টানে রাধা
আমরা ঠেলতে থাকি বারবৌয়া সময়
ওর জিহবার আগুনে ঝলসে দি শরীর
হিজাব পরা শিক্ষালয়,
হিজাব পরা মন্ত্রনালয়,
চৌরাঙ্গলয়, মহালয়...
হিজাব বানাই, হিজাব পরাই
হিজাব বানাই, হিজাব পরাই
সব ঢেকে যাক সাদা
পীচমোড়া করে যারা বেঁধে রাখে জ্ঞান
চ্যাংদোলা করে জীবনের গান
তাদের পায়ে ঘি ঢালি
মন মন ঘি
গরু পালি, মোটাতাজা করি
চড়াই মনকে মন ঘি...