হেঁটে যাচ্ছে পা
পা’র নীচে মাটি নেই
তবে কি বাতাস!
বিশাল বাংলাদেশ পড়ে আছে একাত্তরে
সমুদ্র পা’র কাছে চলে এলো বলে!
আমরা কার কাছে যাবো?
গন্তব্য জানা নেই অর্বাচীন মনের!
রাজাকার মুক্তিযোদ্ধা না মুক্তিযোদ্ধা রাজাকার-
চিনতে চিনতে কেটে গেছে পঞ্চাশ বছর।
কোনো খেলাই হলো না শেষ
খেলছি তো গোলকধাঁধার খেলা
এখন দেখছি করোনার খেলাধুলা...
করোনাও আমলাতান্ত্রিক ভাইরাস
শেষ হয়ে হইলো না শেষ...