তুমি না হলে হারিয়ে যেত কবিতার কাঁচা রঙ
হলুদ মেহেদি মাখা হাতের সূর্য
বিনিসুতোর বন্ধন
হারিয়ে যেত জমানো মেঘের অনুরাগ
দাও চোখের বৃষ্টিতে ভিজিয়ে
হলুদ সময়
তোমাকে লিখে রাখে মায়া
যূথিকা মালতি বনের রঙের ছোঁয়া
তুমি না আসলে শাপলার নির্মল চেয়ে থাকা হতো না
তুমি না হলে গোধূলি ডেকে নিত না কাছে
ইমনদ্যুতি
আঁধারের পলেস্তারা খুলে রাত্রির আবেশ
ছুঁয়ে দিত না কিছুতেই
ছায়া
সরোবর
বৃক্ষ
বনদুবলা
দেবতা
আমার
তুমি না হলে
তুমি না হলে
২.
তোমাকে ভালোবাসি
সূর্যোদয় ও সূর্যাস্তের কসম
মাটি ও সিঁদুরে আম
ইমন ধুন
হরিৎ বিকেলের আভা
স্রোতের সিম্ফনি
মেঘদূতের সৌধ
তোমাকে ভালোবাসি