এখনো তোমার জন্য
খাতুনে জান্নাত


এখনো তুলে রাখি
বৈশাখীঝড়ে আম-কুড়ানো
ঝাঁকে ঝাঁকে শিশু, কিশোর-কিশোরী কোলাহলমুখর
অনিন্দ্য বনের বুক।
মুক্তরাতের মৌনতায় হেঁটে চলা গোল্লাছুট বিকেল...
তুলে রাখি
ভোরের কুয়াশাভেজা হাতে হাত...
অংকের জটিল সূত্রে বাঁধা ছুটির দুপুরে
জল আনবার বাহানায়
বেতসীর ঝোপঝাড়ে হারাবার প্রাণময় ঘোর-
তুলে রাখি তোমার জন্য, এখনো।