চুমু
খাতুনে জান্নাত
................
কাল দেখা হলে চুমু খাবো ঠোঁটে-
ঠোঁট থেকে তুলে নিও ভুল-চুমুর অদেখা দর্শন,
নিঃশ্বাস-হাহাকার
‘ফুল নেবেন ফুল’ আগ্রহী ফুল-শিশুদের মতো
ভুল জমা আঙুলের ভাঁজে।
সে-সব কি মোছে স্পর্শের শিহরে!
কাল রাখবো বিকেল দুপুরের সাথে-
ঘর ভাঙা আর্তনাদ, নিঃস্ব-কালিঝুলি রাত থেকে
খসুক অনাগ্রহে রোপিত রজন।
চুমুর সিঞ্চনে রূপকথার জিয়ন কাঠি-স্পর্শ
স্পর্শ দাঁড়াক জীবনের সমান সমান
কাল দেখা হলে চুমুু খাবো ঠোঁটে-
ঠোঁট থেকে মুছো ভুল-চুমুর অদেখা দর্শন।