বিজয়ের রঙ মেখেছি চোখে
যতই বাড়িয়ে দাও ধোঁয়ার কুণ্ডুলি
হেঁটে হেঁটে বুনে যাই পরাগ কুটির
শস্যের মুকুরে লিখি নাম
বিজয় উদ্দাম
ও আমার চেতনার ঘরে সবুজ বিপ্লব
হানাহানি অন্ধকার, ধর্মের অন্ধত্ব, ঘুষের কালো থাবা, সন্ত্রাসী সাপের ফণা
আমার ভাইয়ের ঘরে, বোনের শাশ্বত সংসার
কেউ কেউ দেশ ভাঙে
কেউ কেউ মন!
কেউ কেউ অস্ত্র হাতে-
শাবল, কোদাল, হাতুড়ি, কাস্তে, আর কলম
বিজয়ের আলো মনে,
বীরাঙ্গনার মহিমা,
বুদ্ধিজীবির আত্মত্যাগ...
হে স্বদেশ- প্রিয় মাটির গন্ধ মননে বিস্ময়ে
তোমার অরুণ মুখে আগামীর হাসি, আনন্দগর্ব...