বিবর্তন
.
অপেক্ষায় থাকি রোদ-কুয়াশায়
ক্লান্তির মেঘ কেটে গেলে-
মিশবে মাটির গন্ধে প্রভাত সংগীত।
বারুলিয়া বনে সূর্যোদয়ের মতো উঁকি দেবে
রঙিন কদমফুল।
অপেক্ষায় থাকি
খরা আক্রান্ত প্রতিজ্ঞা বাঁধ
আলোর দীপালি হবে-
করবে সহজে জয় প্রবৃত্তি তোরণ।
ঘাত-প্রতিঘাত শেষে
মূঢ়তা মালিন্যে মুড়ে রাখা পথ
একদিন ভরে উঠবে ঘনবীথি
উৎসুক শিশুরা খেলবে ছায়ায়
মাখবে চোখে-বুকে নিয়ত সুন্দর।
অপেক্ষায় থাকি
কেবল অপেক্ষায় ই থাকি।