কবি লিখলেন, হিজল পাতার গান
আম আঁটির ভেঁপু
কৈশোর বেড়ানো পাড়ার মুগ্ধমঞ্জরি
পাহাড়ের স্থবিরতা বুকে জমানো বৃক্ষের অনুরাগ
কালের চরণে লিখে রাখলেন মায়াবী প্রহর
হাজার বছরের প্রেমমিথগুলো
জড়ো করলেন কবি
প্রেমের অঞ্জলি দিলেন কাউকে উদ্দেশ্য করে
কোথাও সাড়া নেই
সাগর অতল থেকে ভেসে আসছে ঢেউয়ে ভাসবার ডাক
বেলকনিতে পায়ের কাছে একঝোকা মেঘদল
কবির চোখে অশ্রু
তিনি ভালোবাসলেন...