অনুভব
খাতুনে জান্নাত
.........
দিন থেকে ধীরে ধীরে খসে যায়--
মায়ের স্নেহের ভোর,
প্রেমিকের উষ্ণতার দুপুর
বন্ধুর বিশ্বস্ত হাতের বিকেল
পিতার প্রাজ্ঞ বোধের নির্ঝঞ্ঝাট রাত্রি
মহাশূন্য বেষ্টিত সময়
অসময়ে নাড়িছেঁড়া শিশু হয়ে কাঁপে...
জীবনের থেকে ধীরে ধীরে ছুটে যায়--
বোনের আদর, প্রিয় প্রশান্তি
পড়শির আগ্রহী চোখের মাধুর্য
নেতার কণ্ঠের ঔদার্য
সন্তানের নির্ভরতার প্রাণময়তা
শৃঙ্খলাহীন নগরীর পথে হাহাকার হয়ে
মুখ থুবড়ে পড়ে থাকে আশা...
মন থেকে ধীরে ধীরে মুছে যায়--
শৈশব-কৈশোরের আনন্দ-অবগাহন,
প্রৌঢ়কালের ত্রিমুখী পথে স্মৃতি মোহনায় এক হবার
কালটুকু হরণ করছে কোনো কালো হাত
আমরা খুঁজি না একটুকুও...