মনে পড়ে ছোট্টবেলা বাবার হাত ধরে একবার
করিমগঞ্জ শহর দেখতে গিয়েছিলাম,
রেলক্রসিং পেরিয়ে ফুটপাত ধরে কলেজ গেটের
সামনে এসেই থামতে হলো কৌতূহল নিয়ে, -----
অদ্ভুত সাজসজ্জায় জোকার মার্কা একটি মানুষকে
ঘিরে উৎসুক জনতার ভিড়!
বাবার হাত ধরে ক্ষণেক দাঁড়াতেই বিমোহিত আমি!
কী অবলীলায় লোকটি একটা আধুলি মুখে পুরে
কান দিয়ে বের করে নিচ্ছে; একটা মার্বেল, হাতের মুঠোয় ধরতেই হয়ে যাচ্ছে একটি জলজ্যান্ত ময়না পাখি! বাকরুদ্ধ দর্শকের হাততালির ফাঁকে কখনো বা কারো
পকেট থেকে টাকা নিয়ে ভ্যানিশ করে দিচ্ছে
চোখের পলকে আর মাঝেমধ্যে দু টাকা দামের
মাদুলী কবচ ধরিয়ে দিচ্ছে দর্শকের হাতে! ---- "নিন্ দাদারা নিন্, বিপদ আপদ বালাই বলা তো যায় না
মারণ, উচাটন, বশীকরণ সব কিছুতেই রক্ষাকবচ, নিন্!"
"তাহলে লোকটা কি যাদু জানে বাবা?
এটা কি ইন্দ্রজাল?" শিশুসুলভ কৌতূহলে
জানতে চাইছিলাম বাবার কাছে।
"না না, যাদু টোটকা বা ইন্দ্রজাল কিছুই না,
শুধু হাতের চালাকি! পেটের তাড়নায় ওসব ভেলকিবাজি স্রেফ জীবিকা অর্জনের একটা ধান্দা,
বুঝলে।" ----
মন্ত্রমুগ্ধ জনতার হাততালিতে সেদিন লোকটির পেট ভরে ছিল নাকি দিনশেষে দর্শকদের দয়ায় কিছু আধুলি
জমা পড়েছিল সামনে রাখা শূন্য থালায়,
সে প্রশ্নটা আজও অজানা রয়ে গেছে মনের গহীনে!
অতঃপর , আজ প্রায় চার দশক পেরিয়ে গেছে।
বাবা পাড়ি জমিয়েছেন না-ফেরার ঠিকানায়!
ডিজিটাল দেশের রোবটিক মানুষ কলেজ গেটের
সামনে আজ আর সেদিনের মতো ভিড় জমায় না।
ফুটপাতের ভেলকিবাজি অমোঘ মন্ত্রবলে আজ
চলে গেছে দেশের মসনদে!
চোখের পলকে রাশি রাশি সম্পদ হাপিস হয়ে যাচ্ছে,
বদলে যাচ্ছে আস্ত একটা দেশ!
স্থবির জনতা টেরও পায় না কী অবলীলায় সবার
পকেট উজাড় হয়েও দেশের অর্থনীতি মৃত্যুশয্যায়!
সবার সামনে জীবশ্রেষ্ঠ মানুষকে গরু আর গরুকে
ঈশ্বর বানিয়ে কী অপূর্ব ক্রীড়ানৈপুণ্যে আম জনতার
হাতে কবচ মাদুলীর পরিবর্তে ফ্রিতে ধরিয়ে দিচ্ছে
ধর্ম নামক আফিমের প্যাকেট!
আত্মপরিচয় হীন মাতাল ধর্মান্ধ জনতা সর্বস্ব খুইয়ে
দেখছে অপলক আর মুহুর্মুহু হাততালি দিচ্ছে ----
ব্র্যাভো, ব্র্যাভো!
বাবাকে বড্ড মিস্ করি আজকাল!
বেঁচে থাকলে আজ তাঁকে গিয়েই বলতাম, ------
"দেখছো বাবা, এইতো সমাজ! এইতো দেশ!-----
হাতের চালাকি খাটিয়ে সারাদিন পথচারী মানুষের
বিনোদন যুগিয়ে যে দেশের ফুটপাতে ব্যর্থ হয়
জীবিকার সশ্রম আয়োজন সে দেশেই আজ মাথার
চালাকিতে শতকোটি মানুষকে মেষ বানিয়ে শূন্য থালা
ধরিয়ে দেয়, দূর্দান্ত এক দেশ দরদী ভেলকিবাজ!"
---- খছরুজ্জামান্