হেসে হেসে হেসে, সবই যাচ্ছে ফেঁসে,
একপেশে এক উল্টো রাজার দেশে
হরেক রকম জাতি ধর্ম, ভাষায় বর্ণে বেশে,
দেশটি খুবই শান্ত ছিল, সবাই মিলেমিশে।
হঠাৎ সবার খেয়াল হলো, একটু নাহয় পাল্টাই,
গল্পগাথার বইয়ের পাতা যেমন করে উল্টাই।
সুযোগ বুঝে বেরিয়ে এলেন নিধিরাম সর্দার
ইয়া বড় বুকের পাটা, পেশায় দোকানদার।
কথার ছলে গেল ভুলে, দেশের যত প্রজা
'আচ্ছেদিনের' আশায় তাকে বানিয়ে নিল রাজা।
সিংহাসনে বসেই রাজা বদলে নিলেন মত, ---
পাল্টে গেল উজির নাজির, আইন-আদালত।
সহজ বিষয় কঠিন হলো কঠিন বিষয় সোজা,
গাধার মাথায় সোনার মুকুট মেষের পিঠে বোঝা।
দেশ পাহারায় রাজা যখন নিজেই দারোয়ান,
সিঁধেল চোরের তাণ্ডবে আজ সবাই পেরেশান।
কালো টাকা নিধন যজ্ঞে নোট বদলের খেলা,
বেহুলাকে ভাসিয়ে নিল লখিন্দরের ভেলা।
রাজার সাথে উজির নাজির উল্টোপথে হাঁটেন,
জনগণকে 'লাইনে' রাখার ফন্দি ফিকির আঁটেন।
হরেক রকম আইন এখন উল্টোরাজার দেশে,
মানুষ মারলে নাইকো ক্ষতি জীব প্রেমের বশে।
বেশভূষা আর মুখের ভাষায় জন্মসূত্র ধরেন
ইচ্ছেমতো হিসেব কষে বিদেশি ছাঁটাই করেন
ধর্ষকেরা পার পেয়ে যায়, ধর্ষিতারাই দোষী
এক জাতিকে মারতে পেরে, অন্য জাতি খুশি!
বিক্রি বাটায় সিদ্ধ রাজা মহাজনদের বশ্
রাজপাট আজ রমরমা তাই রাজকোষেতেই ধ্বস্।
মহাজনদের ঋণ মকুবে রাজার সম্মান বাড়ুক্,
ঋণের দায়ে গরীব কৃষক আত্মহত্যাই করুক্।
দেশটা এখন চলছে যখন ব্যবসায়িক বিজ্ঞাপনে,
মিলবে নাকো হিসেব কভু মিথ্যে আশার প্রলোভনে,
নিজের স্বার্থ রক্ষা হলে দেশটা নাহয় গোল্লায় যাক্
আপনি বাঁচলে বাপের নাম, বাকি হিসাব খাতায় থাক্
ধর্ম রক্ষী বকধার্মিক, মূর্খ জ্বালায় জ্ঞানের আলো
কৃষিপণ্য লুঠ করে যে সেই তো বুঝে চাষার ভালো!
মোসাহেবরা সবাই মিলে হয়েছেন একজোট,
দেশের টাকায় ফুর্তি আমোদ চলছে হরির লুট্।
নেশার ঘোরে যুবসমাজ বেকার বসে কর্মহীন
টিকটক্ আর পাবজি গেমেই পেল বুঝি আচ্ছেদিন!
ধর্মে ধর্মে বাঁধিয়ে লড়াই রাজামশাই হাসেন,
প্রজার দৃষ্টি ঘুরিয়ে দিয়ে আলতো করে কাশেন
যুদ্ধ করো হিন্দু মুসলিম, হও যদি সব ধর্মপ্রাণ
'জয় শ্রীরাম' বল সবে রাখতে চাইলে দেশের মান!
দেশের তরে জীবন দিলে যায়না হওয়া দেশপ্রেমিক
চাটুকারিতা করলে পরে, তবেই পাবে পারিশ্রমিক।
যত পারো মানুষ মারো জীবপ্রেমের বহর বাড়াও,
ধর্মভেদে এদেশেতে কাউকে রেখে কাউকে তাড়াও।
রাজার কাজে খুঁত ধরলে দেশদ্রোহের দণ্ড পাবে,
ন্যায়নীতির ধার ধারিলে বেঘুরেতেই প্রাণটা যাবে।
হাজার কোটির বিমান কিনে রাজামশাই চড়েন
দেশের টাকায় বিদেশ ঘুরে বিশ্বরেকর্ড গড়েন।
হাজার কোটির মূর্তি গড়েন, কীর্তি জ্বল জ্বল
ক্ষুধার জ্বালায় প্রজাদের আজ চক্ষু ছল ছল
বন্ধ হচ্ছে কলকারখানা নিলাম হচ্ছে রেলগাড়ি
চাকরী যত হচ্ছে ছাঁটাই পড়ছে জোরে মাথায় বাড়ি।
প্রজার কথা শুনতে রাজা মোটেই রাজি নন,
'মনের কথা' বলতে পারলেই বেজায় খুশি হন।
দেশটা এখন মুদির দোকান, দোকানদারি লাঠে,
রাজামশাই ব্যস্ত শুধু ধর্মরক্ষার পূজাপাঠে।
দেশের দৈন্য দেখলে সবাই মানতে হবে রাজি,
কথায় যেমন নয়কো কাজে, শুধুই ফন্দিবাজি।
করের টাকা হাপিস হচ্ছে ঋণের বোঝা বাড়ে
দ্রব্যমূল্য আকাশছোঁয়ে ক্রেতার নাগাল ছাড়ে।
হাড়হাভাতে প্রজারা তাই মরছে ধুঁকে ধুঁকে
ভাত নাহলে পেট ভরে কি ছাপ্পান্নোর ঐ বুকে?
তাইতো এখন ভাবছে সবাই, কী ধোঁকাটাই খেল
'আচ্ছেদিন'কে আনতে যেয়ে দিনের মন্দ এলো
রাম রাজত্বের ধন্দে পড়ে পুরো দেশটাই গেল!
হা-হা-হা, হেসে হেসে, স-বা-ই গেছে ফেঁসে
একপেশে ঐ উল্টো রাজার দেশে!
--- খছরুজ্জামান্
০৩/১১/২০২০ ইং