নতুন চাঁদ দেখলে আজকাল আমি আর
ঈদের আনন্দে উল্লাসিত হই না।
আসন্ন অমাবস্যার রুক্ষ আঁধার শুষে নেয় ভগ্ন
হৃদয়ের সমস্ত বালখিল্য আবেগ!
নতুন চাঁদ দেখলে আজকাল আমি আর
পূর্নিমার আশায় বুক বাঁধি না।
অন্তর্দ্বন্দ্বে জারিত ধূসর মনোভূমে নেচে বেড়ায়
আশৈশব লালিত স্বপ্নের প্রেতাত্মা!
মানবতার বধ্যভূমিতে ভালোবাসার বড়ই আকাল!
গেরুয়া বসন দেখলে আজকাল বিবেকানন্দের
কথা মনে পড়ে না আমার
কাপালিকের খাঁড়ায় মস্তিষ্ক বিচ্যুত দেহ নিলামে
উঠে রাজশক্তির আরাধনায়!
প্রত্যাশার শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা ধর্ষণের শৈল্পিক
রূপ দিতে চায় গৈরিকের বিবর্ণতায়!
জাতপাতের কালবৈশাখীতে নীড়ভাঙা মনুষ্যত্ব
ছটফটায় প্রতিহিংসার খাঁচায়!
দুঃসময়ের চোরাবালিতে আটকে পড়া জীবন্মৃত
একজন শিক্ষক আমি, ------
ঝাপসা চোখে বসে আছি 'আচ্ছে দিনের' প্রতীক্ষায়
আকাশে চাঁদ দেখলে তাই তালাত মাহমুদের কণ্ঠে
সেই বিখ্যাত গান কানে বাজে না আমার!
"আঁধোরাতে বাতায়ন খুলে দিলেই আজকাল ------
সদ্য যৌবনা কোন মেয়ের সর্বস্ব হারানোর যন্ত্রনায়
মনের রক্তাক্ত ক্যনভাসে মোনালিসার কল্পিত
হাসিটুকু মিলিয়ে যায় কোন এক অব্যক্ত কান্নায়!
---- খছরুজ্জামান্
১০/১০/২০২১ ইং