কেউ আমাকে স্বাধীনতা এনে দিলে
আমি নির্দ্বিধায় অভাগা দেশের হাড্ডি চামড়া তুলে
নিতে পারি নির্মম কসাইয়ের মতো!
কেউ আমাকে স্বাধীনতা এনে দিলে
আমি দেশের রক্তমাংস খুবলে খেতে খেতে এক
ভয়ঙ্কর দেশপ্রেমের স্বাক্ষর রাখতে পারি
জনারণ্যে, ঠিক 'নন্দলাল' এর মতো!
কেউ আমাকে স্বাধীনতা এনে দিলে
আমি সশস্ত্র বাহিনীর কনভয় নিয়ে বীরদর্পে
জনসেবার ইতিহাস গড়তে পারি!
কেউ আমাকে স্বাধীনতা এনে দিলে
আমি তেরঙা পতাকার নীচে সমবেত বঞ্চিত জনতার
উদ্দেশ্যে টেবিল চাপড়ে চৌদ্দ পুরুষের আত্মত্যাগ
আর বীরত্বের মহিমা শোনাতে পারি,
কেউ আমাকে স্বাধীনতা এনে দিলে
আমি পুরো দেশটাকেই নিমেষে ভুলে যেতে পারি
ক্ষমতার অহংকারে আর স্বার্থান্ধ উদ্দীপনায়,
হাড়-হাবাতে দিনমজুরের সামনে আপাদমস্তক
নিজেকে ঢেকে রেখে লজ্জার মাথা খেয়ে
লাউড-স্পীকারে গলা ফাটিয়ে বলতে পারি ----- "ভাইয়োঁ আউর্ বেহেনৌঁ,---- মেরা দেশ ম-হা-ন হ্যাঁয়!"
---- খছরুজ্জামান্