"ভাগ্নে;--- ল-ড়া-ই;--- বুঝলে;----
লড়াই না হলে শক্তি পরীক্ষা হয় না।
ওরা না মানলেও রাজা তুমি হবেই,
বস্তুত তোমাকে ছাড়া রাজা কাউকে মানায় না!
কাজেই লড়াইটা চালিয়ে যাও
অন্তত আরও একধাপ। "
"ভাগ্নে; ----- দে-শ-প্রে-ম, ----- বুঝলে, -----
সম্পদ হরণের চিন্তায় আমার চোখে ঘুম নেই
প্রতিপক্ষের সাথে প্রতিপক্ষের বিকাশ
তবু জেনে রাখো দাবার চালটা আমি ঠিকই দেব
সতীর্থদের নিয়ে তুমি না হয় সামনে বাড়ো,
আমার কিন্তু আড়ালেই থাকা চাই।
ভাগ্নে;----- নারীদেহ;----- বুঝলে;-----
নারী-মনের মাহাত্ম্য নয়, নারীদেহটাই আসল
আর দেশের সব নারীই এক একটি দ্রৌপদী
তাই যত পারো বস্ত্রহরণ করো; আমার নাম শকুনি
দাবার চালটা তো আমিই চেলে যাবো
মনে রেখো ----- নারীদেহটাই আসল!
ভাগ্নের দলকে এভাবেই পথ দেখিয়ে দেখিয়ে
ছুটে চলেছেন নব্য ভারতের অগনিত শকুনি
উন্নয়নের চিন্তায় মাথা উদভ্রান্ত, দেহ ভারি
রাজ্য লাভের মূল উদ্দেশ্য কোথায় গেছে হারিয়ে
চক্রান্তের ছক কষে কষে দৃষ্টিটা একেবারে ঝাপসা
নারীবস্ত্র ইদানীং আর চোখেই পড়ে না
নারীদেহটাই আসল কি না!
আমি বলি, শকুনি মামারা;-------
ভাইয়ে ভাইয়ে দন্দ্ব লাগিয়ে কুরুক্ষেত্র জমে যদিও
শেষ রক্ষা খুব একটা হয় না
প্রজা রক্ষা তো গোল্লায় গেল, এবারে ধর্ম রক্ষা!
মোক্ষম অস্ত্র বটে! এগিয়ে যাও মামারা
দেখে নাও তোমাদের শেষ ব্রত!
কুরুক্ষেত্রের 'অষ্টাদশ দিবস', ----
সে এখনও ডের বাকি
তলোয়ার হাতে ততক্ষণে সহদেবরা
থাকুন না হয় একটু অপেক্ষারত!
--- খছরুজ্জামান্