.
কিছু লোক স্বপ্ন দেখায়, কিছু লোক স্বপ্ন দেখে।
স্বপ্ন দেখানো লোকগুলো চালাক অতি
স্বপ্নের কথা কি আর মনে রাখে!
দিনের পর রাত আসে রাতের পরেই আবার দিন
স্বপ্ন দেখা লোক গুলি ভীষণ বোকা তাই
বঞ্চনার মাশুলেই দিয়ে যায় স্বপ্ন দেখার ঋণ
এভাবেই তো কেটে যায় দিন।
কিছু লোক স্বপ্ন দেখে সুখময় আলোকিত দিনের
কিছু লোক ফন্দি আঁটে আগামী নির্বাচনের!
স্বপ্ন দেখা লোকগুলো নেহাত সাধারণ
হাড়ভাঙা পরিশ্রমে আঁধারে আলোর বীজ বুনে
ফন্দি আঁটা লোকগুলো ধূর্ত ভীষণ
লোকসেবার অছিলায় নিজের স্বার্থটাই গোনে।
হিসেবের খাতা মাঝে মাঝে হয়ে যায় গরমিল
রাতের আঁধারে হঠাৎ জেগে উঠে মৃত্যুর মিছিল!
লোকের পর লোক আসে, লোকের পর লোক যায়
দিনে দিনে দেনাটাই বাড়ে, শোধ হয়না আর ঋণ
আশাহীন ভাষাহীন নির্বাক পরম্পরায়
ব্যর্থতার বোঝা নিয়ে এভাবেই তো কেটে যায় দিন!
---- খছরুজ্জামান্