মানুষ যখন পোশাক পরে
গর্বভরে সভ্য সাজে
হিংস্র পশুর নগ্ন রূপ
রক্তে তাহার এমনি রাজে
মনভুলানো মুখখানা ঐ
সদা হাস্যময়!
বুঝতে আমি পারি না যে
কেন এমন হয়!
সবাই যখন মানুষ মোরা
একই রক্ত একই ধারা
ধার্মিকতা জেগে উঠে
বাঁধনটাকে দেয় যে টুটে
সাম্প্রদায়িক বজ্রপাতে
প্রাণ হারানোর ভয়!
বুঝতে আমি পারি না যে
কেন এমন হয়!
রাজনীতির নেশায় ভুলে
দাঙ্গা যারা চাগিয়ে তোলে
নিত্য তারা সুখে থাকে
নাহি কোন ভয়
ধ্বংস হয় যে ওদের জীবন
দাঙ্গা যাদের চায়নি মন
শত শত জীবন যেন
বাঁচার তরে নয়!
বুঝতে আমি পারি না যে
কেন এমন হয়!
ব্যর্থতারে পিছন ফেলে
মানুষ যখন এগিয়ে চলে
মরণ হঠাৎ আসে নেমে
জীবনটাকে দেয় যে থেমে
রাত পোহালেই ঝরে পড়ে
নিশায় ফুটা কিশলয়!
বুঝতে আমি পারি না যে
কেন এমন হয়!
--- খছরুজ্জামান্
০৬/১০/২০২১ ইং