বিশ্ব যখন বিষাদময় করোনা'র গ্রাসে,
ধরনীতে নেমে এলো পবিত্র রমজান
অবরুদ্ধ মানুষজন ধুঁকিতেছে ত্রাসে
শোকাহত পৃথিবীটা স্তব্ধ পাষাণ
তখনই জাগিলো ধর্মপ্রাণ,
বিশ্বের যত মুসলমান
বিধাতার কী অপূর্ব ফরমান!
পাপের বোঝা বাড়িয়াছে কত, গোনাহের শেষ নাই
খোদার সেজদায় প্রণত বান্দা জানিয়াছে সার।
দুঃখ কষ্ট অভাব, সে তো নিজেরই কামাই,
এক আল্লাহ ছাড়া মা'বুদ নাহিকো আর।
একমাস যাপিল' মু'মিন নিজেরে রাখিয়া রত
সেহরি, ইফতার আর দিবা-উপবাসে
করিল পাপ মোচনের সুকঠোর ব্রত
রোজ কিয়ামতে নাজাত পাইবার আশে'।
মানিয়া আল্লাহর নির্দেশ, ভুলিল হিংসা বিদ্বেষ
মশগুল ইবাদতে জাগিলো নিশি রাত।
সারাদিন শেষে শীর্ণ দেহে মানিল না কোন ক্লেশ
নির্জনে বসে পড়ি' তারাবীর সালাত
মাগিলো ভিক্ষা শাহি মাগফেরাত।
রোজ কিয়ামতে পাইতে নাজাত।
অতঃপর একফালি বাঁকা চাঁদ উঠিল আকাশে
বর্ষতরে বিদায় জানালো মাহে রমজান।
খুশীর আবহে ঈদের বার্তা ধ্বনিত বাতাসে
সিয়াম সাধনার আজি হল অবসান।
কোন পাপে হেন, তুমি ভালো জানো -- অবশেষে
মোদের ভাগ্যে জোটেনি কো আজ,
আনন্দ জোয়ারে ভেসে, ঈদগাহ ময়দানে এসে
একসাথে পড়িতে ঈদের নামাজ।
সরকারি আদেশ মেনে অবরুদ্ধ গৃহকোণে
মোরা পাপী-তাপী যতো, ছাড়ি' 'করোনা'র ভয়।
রাসুলের দেখানো পথে, দীনের দুয়ারে এসে
ধনীরা বিলায় ফিৎরা খয়রাত।
অঝোর ধারায় কাঁদি আকাশে উঠায়ে দু'হাত।
'রহমান' তুমি দয়ার সাগর প্রভু ওগো দয়াময়,
তোমার করুণা মাগি', সবে করি মোনাজাত।
ইহকালে শান্তি দাও পরকালে জান্নাত
সকল পাপ ক্ষমিয়া মোদের দাও হে নাজাত।।
আতানগর,
২৫/০৫/২০২০ ইং,