সকল দুঃখ যায় না বলা যাহার তাহার কাছে,    
সবার কাছে দুঃখ বুঝার মনটা কি আর আছে
কিছু দুঃখ বলতে পারি মা'য়ের কানে কানে,
অনেক দুঃখ লুকিয়ে রাখি নীরব অভিমানে
কিছু দুঃখ চোখের জলে বুক ভিজিয়ে ভাসে
দুঃখে দুঃখে এগিয়ে চলি সুখ-পাখিটার আশে
ঐ দেখা যায় সুখের ছায়া দুঃখ সাগর পারে
ধরবো বলে এগিয়ে যাই, ছুঁইতে নারি তারে!
দুঃখটাকে ভাগ করে নেয় শক্তি কারো আছে!
কেন তবে হাত বাড়াবো যাহার তাহার কাছে?
পাথর চাপা কিছু দুঃখ থাক্ না জীবন ভরে
সবার চোখে পড়ুক ধরা, আমার মরার পরে!

                                       ----- খছরুজ্জামান্
                                           ২০/০৯/২০২১ ইং