বাংলা আমার মুক্ত আকাশ বাংলা আমার প্রাণ
বাংলা আমার মুখের ভাষা হাড় জুড়ানো গান।
বাংলা আমার মায়ের আঁচল, স্নেহের পরশ ছোঁয়া
বাংলা আমার শীতের সকাল শিশিরকণায় ধোয়া
বাংলা আমার প্রথম প্রেম, প্রিয়ার লেখা চিঠি
বাংলা আমার জ্যোৎস্না রাতে আলোর মিটিমিটি।
    বাংলা আমার নকশিকাঁথায় রঙিন আলপনা,
  বাংলা আমার বুকের স্বপ্ন, আকাশ কুসুম কল্পনা।

    এই ভাষাতেই বিশ্বকবি, জীবনানন্দ, নজরুল,
    এই ভাষাতেই হাছন, লালন, পূর্ণদাস বাউল।
   এই ভাষাতেই পাগল পারা সুরমা বরাক ছুটে
    এই ভাষাতেই শিমুল পলাশ, কৃষ্ণচূড়া ফুটে।
    এই ভাষাতেই বেচা কেনা গ্রামে গঞ্জের হাটে,
   এই ভাষাতেই ফসল তুলা শাইল-খেতের মাঠে।
এই ভাষাতেই মায়ের বিলাপ কান পেতে ঐ শুনিস্
    এই ভাষাতে একুশ রাঙা এই ভাষাতেই উনিশ!

    বাংলা আমার মোহন বাঁশি একতারার ঐ তান
    বাংলা আমার উজান গাঙে, ভাটিয়ালীর টান।
   বাংলা আমার সন্ধ্যা প্রদীপ আঁধার আলো করা,
    বাংলা আমার চৈতি হাওয়া ফুলের গন্ধে ভরা।
   বাংলা আমার চোখের মণি, আগলে রাখা ধন,
    বাংলা মানেই জীবন দেওয়া যখন প্রয়োজন।
  বাংলা আমার দাওয়ায় পাতা মুর্তা বেতের পাটি
   বাংলা আমার মরার পরে কবর দেওয়া মাটি!
                                          --- খছরুজ্জামান্
                                            ২১/০৪/২০২১ ইং