বিশ্ব মানবের হৃদয় যাঁহারা করেছে জয়
সময়ের পাতায় লিখেছে নিজের নাম,
কুসুম বিছানো পথ পায়নি তাঁদের রথ
ছিল না জীবনে তাঁদের আয়েশ আরাম!
উদ্দাম পথিক তাঁরা, হয়েছে যে গৃহ হারা
আর্তজনের সেবায় সঁপে দিয়ে নিজ প্রাণ,
ব্যাথিত জনের লাগি হয়ে চির অনুরাগী
পরের তরেই নিজেরে করেছে বলিদান!
সমুদ্র মন্থন বিষ করেছে পান অহর্নিশ
অমৃতসুধা টুকু রেখে গেছে পরের তরে,
যদিও পেয়েছে সুযোগ, করে নাই ভোগ
দুঃখ যাতনাই শুধু স'য়েছে জীবন ভরে!
হয়ে তাঁদেরই বংশধর, আমরা এতই স্বার্থপর?
কারো পানে চেয়ে দেখার, নাই কি সময়?
বসে আছি আত্মমুখী গৃহকোণে হয়ে সুখী  
দেখিতেছি বসে বসে মনুষ্যত্বের পরাজয়!
তাঁদের দেখানো পথে আমরা কি পারিনা যেতে
দু'পায়ে মাড়িয়ে আত্ম-সুখের ক্ষুদ্র এ শিকল?
ভেঙে ফেলে সব বাঁধ কাঁধেতে মিলিয়ে কাঁধ
আমরা কি পারিনা ছড়াতে রুক্ষ এ ধরাতে,
     চিরন্তন মানব-প্রেমের ছায়া সুশীতল?
                                        
                                         ---- খছরুজ্জামান্
                                            ১৭/১০/২০২১ ইং