সৌন্দর্য যখন চরিত্র হীন
লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল


<..........সৌন্দর্য তুমি চরিত্র হীন
অহংকার তোমায় বাদিয়াছে বাহুডোরে
জ্ঞান চক্ষু খুলেনি তোমার বুঝোনা বাস্তবতা।

তোমার লাবণ্যতা তোমায় করেছে বিবেকহীন
তোমার সৌন্দর্যর প্রতিমা তোমায় করেছে ভোগ্যপন্য।

বিলিয়ে দিচ্ছ নিজেকে স্বইচ্ছায়,ভাবছো অনেক দামী
লুটেপুটে খাচ্ছে তোমায় অন্ধকার জগৎ,
এ এক করুন ভয়ংকর পরিনতি তোমার দেখবে বাস্তবতা
খাবারের উচ্ছিষ্টতায় পরিনত হবে তোমার সৌন্দর্য।

তুমি হবে রোগীদের ও রোগী  যে ক্ষত দৃশ্য মান নয়
যা তোমাকে তিলে তিলে করে দিবে ক্ষয়
সৌন্দর্যের এ অহংকার একদিন  নিঃশ্ব করবে তোমায়।

সৌন্দর্য তোমায় আর্জির কাছেও মর্জি মনে হয়
উদ্দেশ্য তার অন্ধকার জগৎ,নিলামে সৌন্দর্য বিকিকিনি করা,
যার খরিতদারের অভাব নেই সুযোগ পেলেই সৎ ব্যবহারে লিপ্ত তারা।

সৌন্দর্য তোমার শহরে নির্ঘুম জীজী পোকারা করে করুন আর্তনাদ  
এই মেঘ বৃষ্টির দেশে তোমার অজান্তেই তুমি,
পিছলে পরে যাবে ইহা এ এক নিদারুণ ফাঁদ।

সৌন্দর্য তোমার পঞ্চ ইন্দ্রিয় আজ বিকৃত মস্তিষ্কের কারখানা
যাহা ইচ্ছে করে বেরাও ভাবোনা কখনো কোনটা ভালো কোনটা পাপ।

সৌন্দর্য তোমার রুপের বিলশীতার মাঝে আছে অর্থের দম্ব
ইহা নিছক ক্ষন স্থায়ী এক গল্প, বুঝোনা তুমি এর  মর্ম।
সৌন্দর্য তুমি হও যদি চরিত্র হীন
ইহা এক অভিশপ্ত পাপ....>