সুচরিতা
শ্রী সজীব চন্দ্র খাসকেল

কোন এক টালমাটাল শহরে জন্ম নেয়া এক বিক্ষিপ্ত  ভালোবাসা
যে হয়তো বুঝেই নাহ ভালোবাসা কি? কাকে বলে?

তবুও সে ভালোবাসা খুঁজে বেরোয়
পথ চলতে চলতে পথ থমকে দাঁড়ায়
যেন নতুন কিছু সৃজনের অপেক্ষায়

অধীর নয়নে মন চাহিয়া দেখে সুচরিতা নারী কে  একবার
যার দেখাতে হাজারো ক্লান্তি অবসাদ যেন দূর হয়ে যায় বারবার।

সে এক মায়াবী চোখের পরী যার চাহনিতে বেদেছে আমায়
সেই স্মৃতি বুকে নিয়ে আজো আমি পথে পথে ঘুরি।

সে এক দারুণ অনুভূতি যার ছোঁয়াতে এই টালমাটাল শহর পেয়েছিল এক নতুন জীবন হয়েছিল নতুন প্রানের  সঞ্চারন।

তবে তা অবুঝ ভালোবাসায় লিখিত এক কাব্য গ্রন্থ
যার প্রতিটা পাতায় তাকে নিয়ে লেখা রয়েছে হাজারো ছন্দ বিচরন।

যার কেন্দ্র মূলে তুমি নামক এক সুচরিতা নারী
যার মায়ায় আমি বারবার পরি।