স্তব্ধ অনুভূতি
🖋️🖋️শ্রী সজীব চন্দ্র খাসকেল 🖋️🖋️

স্তব্ধ এক অনুভূতি বিবর্ন তার অন্ত দহন

সুরের মূর্ছনায় বিহ্বল তার দৃষ্টি কেতন।

এক-পা দু-পা করে নুপুরের শব্দ যেন

কর্নে ঘোষিত অদ্ভুত এক অনুভূতি।

হরিণি চোখের চাহনি তার পাগল করা হাসি

মেঘ কালো কেশ তাহার বড্ড ভালোবাসি

তাহার মায়ায় পড়ছে এ মন কি অপরুপ সৃষ্টি

চোখের পলকে হারিয়ে যাই ফেরানো যায় না দৃষ্টি।  

রংধনুর ওই সাত রং যেনো রাঙানো সেই তুমি

তুমি যদি নৌকা হও মাঝি হবো আমি।

এ যেন শুষ্ক হৃদয়ে প্রান সঞ্চয়ের
স্তব্ধ এক কোমল অনুভূতি।।