স্বপ্ন পুরির রাজা
লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল
আমি এক স্বপ্ন পূুরির রাজা
রয়েছে আমার কত শত প্রজা।
আমি চলি গায়ের মেঠোপথ দিয়ে
নিজেকে একটু খুঁজি বেড়াই এই প্রকৃতির মাঝে।
আমায় দেখলে কেউ দাড়িয়ে করেনা কুর্নিশ ভাবে না আমি রাজা
বন্ধুর মতো ভালোবাসে আমায় তাই নেই কোন লাঠিয়াল বাহিনী প্রজা।
জানতো ওরা বিশ্বাস করে আমায় বানিয়েছে এই স্বপ্ন পুরির রাজা
চোর-ডাকাতের হয় না পসরা আমার রাজ্য হয় না কারো সাজা।
স্বপ্ন পুরির রাজ্য আমার স্বপ্নের মতো সাজানো
নেই কোন হানাহানি নেই কোন যুদ্ধ-বিগ্রহ।
যেখানে ওই রক্তিম সূর্য উদিত হয়
বাউল মনের সুখে গান গায় রাখাল মাঠে গরু চওড়া
আবার শিল্পীর রং তুলিতে স্বপ্ন পুরির সৌন্দর্য ধরা দেয়।
ওহে বিদেশিনী তুমি একবার এসে দেখে যাও আমার এ স্বপ্ন পুরি
নয়তো আপসোস করবে তুমি এই সৌন্দর্যের মলিনতা হারাবে তুমি।
হয়তো তুমি দেখেছো মমতাজের তাজমহল ইট পাথরে গড়া
আমি সেথা ভালোবাসা খুঁজে পাই না এ সুন্দর প্রকৃতি ছাড়া।