স্বপ্ন চারী

🖋️🖋️শ্রী সজীব চন্দ্র খাসকেল 🖋️🖋️

আমি স্বপ্ন চারী আমি স্বপ্নের জাল বুনি

আমি ছেলে হারা মায়ের করুন আর্তনাদ শুনি।

আমি স্বপ্ন চারী আমি স্বপ্নের জাল বুনি

ওরা মায়েদের সম্মান কেড়ে নিয়েছে ওরা যে এদেশের
খুনি।

আমি স্বপ্ন চারী আমি স্বপ্নের জাল বুনি

মোরা ভাষার জন্য রক্ত দিয়েছি রফিক, সফিক,জব্বার আর কত জ্ঞানী গুনী।

আমি স্বপ্ন চারী আমি স্বপ্নের জাল বুনি

ওরা ঘুমন্ত ভাঙালি কে আঘাত করেও দমিয়ে রাখতে পারেনি।

আমি স্বপ্ন চারী স্বপ্নের জাল বুনি

মোরা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এ বাংলার স্বাধীনতা কে ছিনিয়ে আনি।

আমি স্বপ্ন চারী স্বপ্নের জাল বুনি

ইটের আঘাতে পাটকেল পাবে মোরা যে বাঙালী।

আমি স্বপ্ন চারী স্বপ্নের জাল বুনি

ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে আজ মোরা শ্রেষ্ঠ বাঙালী।।