সমাজের বোঝা আমি
লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল
আমি বেশ অলস একটা মানুষ কাজ কাম তেমন কিছু করি না
মা বাবা দশবার ডাকলে একবার উত্তর দেই না,
কাউকে যেন পরোয়া একদম করি না খিটখিটে মেজাজ।
আমি রাস্তায় দল বেঁধে হাঁটি না, তবুও মিনি বিড়াল ছোঁচা কুকুর গাছের পাখি আমায় টিটকারি করতে ছাড়ে না, কেউ আমার সঙ্গী হয় না।
আমি হাঁটলে বুঝি বসুমাতাও কষ্ট পায় তাই বসে হাসি কেঁদারায়
আমি আসলে এক অলুক্ষনে বালক আমাকে দেখলেও নাকি যাত্রা ভঙ্গ হয় শুনি লোকমুখে সবে কয়।
সমাজের চার দেয়ালে আমায় নিয়ে জল্পনা-কল্পনা আর অভিযোগের শেষ নাই
আমি নাকি অলস অনার্স মাস্টার্স শেষ করে ঘরে বসে থাকা এক হতভাগা পরিবারের বোঝা আমি তাই।
প্রশ্ন জাগে মনে তিলে তিলে গড়া স্বপ্ন গুলো কেন ভেঙে যায় কেন? আজ আমি বড় ক্লান্ত অবসাদ গ্রস্থ যার স্বপ্ন গুলো পুরে পুরে হয়ে গেছে ছাঁই
দাউদাউ করছে জ্বলছে এ হৃদয়ে দীপশিখা বুঝি বার কেহ নাই।
অন্তদন্ধে দন্ডিত হয়ে আজ আমি খুঁজে বেরাই সফলতা নামক এক পরশ পাথর কে।
আমি বলি হও যদি অলস তবুও স্বপ্ন দেখো বারবার
সমালোচনার মুখে ভষ্ম লেপন করে একদিন সফল হবেই করো এই অঙ্গীকার।
খাঁটি পরিশ্রম আর ত্যাগো শিখা স্বপ্ন পূরনের অন্তরায়।