শিরোনাম হীন ভালোবাসা
শ্রী সজীব চন্দ্র খাসকেল
একটি স্বাধীন ছোট্ট কবুতর
যার উড়িবার স্বাদ জাগে।
পাখনা গুলো ছোট তাই উড়তে নাহি পারে
সে আকাশ পানে চাহিয়া দেখে মেঘের ঝলকানি,
সে বিচলিত নয় সে দৃঢ় মনোভাবি।
সে উড়তে চায়,ঘুরতে চায় আকাশ পানে ডানা মেলতে চায়
শুধু নেই তার কোনো সঙ্গী।
সে মেঘের মধ্যে দেখতে পায় কোনো এক ফেরারি পাখি
যে মনের সুখে ঘুরে বেড়ায়
সে হতে পারে তার সঙ্গী।
সে ছুটে চলে তার পিছু সে অকুতোভয় যার হৃদয়ে ভালোবাসা রয়
সে কবুতরি কে তার প্রনয় নিবেদন করেন
কবুতরি খানিকটা চমকে গিয়ে উত্তর দেয় না বোদক অব্যয়।
মনঃক্ষুণ্ন কবুতর যার হৃদয় ভেঙে যায়
সে পুরনো পথের পথিক হয়ে লোকালয়ে ফিরে যায়।
কবুতরি তার প্রনয় বুঝতে পেরে খুঁজতে বেরিয়ে যায়
কোথাও নাহি পেয়ে নিমের ডালে বিশ্রামাদিত হয়।
অতপর সে কবুতর কে খুঁজিয়া পায়
অশ্রুশিক্ত দুটি হৃদয় এক হয়ে যায়।।