শুভ প্রনয়
শ্রী সজীব চন্দ্র খাসকেল
এলাকার এক দুষ্ট বালক বরই চনচল যার মন
হেঁসে খেলেই সময় কাটে এ যেন সুখের জীবন।
বয়সটা খুব অল্প দশ ক্লাসে পড়ে
পাশের গায়ের মর্জিনারে তাহার মনে ধরে।
রূপবতী রাজকন্যা সে ফোগলা দাঁতের হাসি
যার প্রেমেতে পাগল হয়ে বাজায় রঙের বাঁশী।
পথে-ঘাটে চলতো দুজন হাতে রেখে হাত
এ যেন সেই লাইলি মজনু শিরি ফরহাত।
তাঁরা স্বপ্ন দেখে হাজার বছর বাঁচবে একসাথে
হয়তো মৃত্যু নয়তো বিয়ে পারবেনা কেউ ঠেকাতে।
তাদের ভালোবাসা এবার সবাই যেনে গেলো
কত রকম অপবাদ তারা সমাজ তাদের পেলো।
সমাজের চোখে অন্যায় ইহা মানতে তারা নারাজ
এ কেমন নীতি যেথায় কুসংস্কার বদ্ধ সমাজ ।
নাছোড় বান্দা মর্জিনা যার অন্তরে প্রেমের ঢেউ
মজিদ মিয়া মরে যাবে যদি মর্জিনা হয় অন্য কারো বউ।
তাইতো তারা স্বপ্ন দেখে পালাবে দুর অজানায়
ব্যর্থ প্রেমের গল্প তারা লিখতে নাহি চায়।
পরিশেষে এই সমাজ তাঁদের স্বীকৃতি দিল
মর্জিনা আর মজিদ মিয়ার শুভ প্রনয় হলো।