শেষ ঋতু
শ্রী সজীব চন্দ্র খাসকেল
শেষ ঋতু যার আগমনে প্রকৃতি লাভ করে নবযৌবন হয় নব নব প্রানের সঞ্চারণ
কোকিলের মৃদু মধুর সুরে হারিয়ে যায় যেন এ অবচেতন মন।
সে কি কোলাহল বিক্ষিপ্ত নগরী ছুটে চলা যার প্রয়াস
বসন্তের ছোঁয়ায় যেন ফিরে পায় তার পুরনো দিনের স্মৃতি
যেথায় বিরাজমান মান ছিল কাকা ডাকা ভোরের,পক্ষী কুলের
কলকাকোলী দীর্ঘরাত পোহাবার শেষে আলোর নিঃশ্বাস।
আমি প্রেমে পড়ে যাই বসন্তের,যে ফাল্গুনের হাওয়ায় দিয়েছিল দেখা গ্রীষ্মের ছোঁয়ায় যার শেষ নিঃশ্বাস ফেলা
যাকে ভুলে যাওয়া কঠিন, হারিয়ে ফেলা সহজ
তবে তার স্মৃতি গুলোর বিচরন এমন যাকে ধরে রাখা দূর্বেদ্ধ নয়।
শিমুল,পলাশ,কৃষ্ণচূড়া,ডালিয়া ওরা শুভাশিত গন্ধরাজ
ওরা নিঃস্বার্থ নিজেকে বিলিয়ে দিয়ে রক্ষা করে এই রুক্ষ মরুভূমি ময় সমাজ।
কবিত্ব ভাষায় শুনেছি কহে শেষ ভালো যার সব ভালো তার
তবে তাই যেন হয় বসন্তের ছোঁয়ায় যেন এ ধরনীর বুকে জমে থাকা ঘনকালো মেঘের ছায়া দূর বীত হয়।