শেষ কথা
...... শ্রী সজীব চন্দ্র খাসকেল........
ওগো সুহাসিনী তুমি যে আমার এ হৃদয়ের প্রিয়সিনী
এ হৃদয়ের অতল গহ্বরে যার স্থান সে তুমি সুহাসিনী।
তোমায় নিয়ে ভাবনা আমার এই হৃদয় জুড়ে
তোমার মাঝে সুখ খুঁজে পাই নিজেকে হারিয়ে ভিন্ন রূপ সাজে।
এই পৃথিবী তোমার সুন্দর্য ভুলে গেলেও আমি ভুলবোনা তোমার স্মৃতি
তুমি যে আমার প্রথম ভালো লাগা মুগ্ধতার মায়া,
তোমার স্মৃতি বিচরণ করে মুগ্ধতা বাড়িয়ে দিচ্ছে তোমার ছায়া।।
শুনিলাম তুমি হয়েছো এখন অন্য কারো, ধরেছো অন্য কারো হাত,
আপন করে নিয়েছো তাকে,ভুলে অবসাদ।
জানি তুমি ভুলে গেছো সেই পুরনো দিনের স্মৃতি
তুমি এক স্বার্থপর মানুষ,ভাবোনি একটি বারো আমার কথা,
নিজ স্বার্থ চরিতার্থ করবার জন্য অবেলায় তুমি নিজেকে করেছো সেচ্ছায় দান।।
ছিলোনা তোমার কোন প্রতিবাদ, করনি অভিমান
টাকার কাছে বিক্রি এ সমাজ নেই তোমার কোন আত্মসম্মান।
সে কি তোমায় ভালোবাসবে করবে অন্ধের মতো বিশ্বাস,
নাকি তোমার দেহ টাকেই শেয়ালের মতো ছিড়ে খাবে ,
জানিনা তখন তুমি করবে কিনা উপহাস।
জানিনা এর উত্তর কি হবে তোমার কাছে আছে কি তা জানা?
যে তোমায় ভালোবেসে ছিল নিজেকে হারিয়ে তোমার মাঝে সুখ খুঁজে পেয়েছিল
তুমি সেই সুখের পাগল ছিলে বটে, তবে তোমার ওই কুমিরের কান্না,
আর মায়া মোহ চেহার চাহনি,যা আমার হৃদয় অনুভূতি কে জাগিয়ে ছিল, হয়েছিল এ হৃদয় সহানুভূতিশীল তোমার প্রতি।
আমি জানিনা তুমি আমায় ভালোবেসে ছিলে কিনা
তবে তুমি ভালোবাসবে কিনা আমায়,
সেই ভেবে ভালোবাসিনি আমি তোমায়।
যদি এর নাম হয় এক তরফা ভালোবাসা
তবে তোমাকে পাবার নেই কোন আমার আসা।
দুর থেকেই তোমাকে ভালোবেসে যাবো চিরকাল
তোমার স্মৃতি আমি ভুলতে পারবো না এটাই শেষ কথা।।
.......💔💔💔💔💔.......