স্মৃতি গুচ্ছ কল্পনাময়
শ্রী সজীব চন্দ্র খাসকেল
একগুচ্ছ অভিযোগ আর ব্যর্থতার অবসাদ নিয়ে ছুটে চলা তেপান্তর
এ যেন মরুর বুকে রুক্ষ শুষ্ক জরাজীর্ন কোন এক জীবন
যেখানে সফলতা খুঁজে পাওয়া দুষ্কর, ব্যর্থতা পরিহাস যোগ্য।
গন্তব্য না জেনেই উঠে পরা এক রেলের কামরায়
যতটা পথ চলে যায় প্রতিটা মুহূর্ত যেন যুগবর্ষ বলে মনে হয়।
পরের স্টেশন নেমে যাওয়ার ভাবনা চারদিক যেন ঘোর অন্ধকার
তবে নেমে যেতেই যেন দেখা দিল কোন এক পূর্নিমার চাঁদ
যাহার রূপেই আলোকিত হল কামরার প্রতিটা অন্ধকার ময় পথ।
একটু পথ চলতে চলতেই যেন সে পাশের সিটে এসে বসে
ক্ষানিকটা ভয় ছিল তবে প্রফুল্ল চিত্তই বলে মনে হলো শেষে।
কিছুটা তার খুনসুটি আর মুচকি মুচকি হাসি বড্ড যে ভালোবাসি
কত অজানা রূপ কথার গল্প সবই যেন ক্ষানিক বাস্তব মনে হয়
এ যেন রূপ কথার ওই মায়াবী পরী যা কে নিয়ে যেন হাজার বছর বেঁচে থাকার স্বাদ জন্মায়।
তাহা আর হলো কোথায় যাহার স্বপ্নে ভিবোর থাকি
সে যে পরের স্টেশনে নেমে যায়
শুধু সংশয় শুধু সংশয় এ যেন তাকে পেয়ে হারাবার সংশয়
এই সংশয় নিয়েও বাসবো ভালো তোমায় কল্পনাময়।