রহস্যময় চরিত্র
শ্রী সজীব চন্দ্র খাসকেল
একলা পথিক সহজ রাস্তা তবুও বাঁকা পথে হাঁটে
সহজ সরল ভাবনাটা কে বক্র করে দেখে।
সে ভাবছে পুরুষ নারীর রূপে কেন বিমোহিত
কি রহিয়াছে তাদের মাঝে যেন পুরুষ অনুতপ্ত।
নারী কারো মা আবার কারো হয়তো বোন
কারো আবার জীবন সঙ্গী কারো আবার দুঃখেরও কারন।
কেউ আবার দেবী রুপে করছে আরাধনা
মমতাময়ী নারীর হয় নাকো তুলনা।
পদ্মের মতো প্রেমিক যিনি সতীর মতো পবিত্র
কেউবা আবার কলঙ্কিনী রাধা বলে করছে সমাহিত।
এই চরিত্র নিয়ে লিখবো যতই ফুরিয়ে যাবে কালি
ভালোবাসার অপার মহিমা তোমার তুমি যে মমতাময়ী নারী।
প্রশ্ন জাগে মনে নারীর মহিমা তুমি বুঝতে পেরেছো কত?
হয়তো অঙ্ক কশে যাবে ফলাফল জিরো
রহস্যময় চরিত্র যে বুঝতে পারে সেই যে আসল হিরো।