প্রিয়সিনী
✍️শ্রী সজীব চন্দ্র খাসকেল ✍️
ওগো প্রিয়সিনী চিনি গো চিনি আমি তোমারে চিনি
তোমারে নিয়ে স্বপ্ন দেখি ওই দুর দিপ বাসিনী।
ওগো প্রিয়সিনী চিনিগো চিনি আমি তোমারে চিনি
তুমি যে আছো মোর এ হৃদয়ও মাঝে
তোমারে একবার দেখিবার স্বাদ জাগে।
ওগো প্রিয়সিনী চিনিগো চিনি আমি তোমারে চিনি
তোমার ওই মায়া মোহ ছবি হৃদয়ে ব্যকুলতার প্রতি ধ্বনি
শুনতে কি পাও ওগো প্রিয়সিনী
চিনিগো চিনি আমি তোমারে চিনি।
তোমার ওই নুপুরের ধ্বনি বিচলিত করছে এ হৃদয়
খুঁজিতে যাই পাইনা, স্বপ্নের ঘোরে দিয়ে যায় হাতছানি
ওগো প্রিয়সিনী চিনিগো চিনি আমি তোমারে চিনি।।
তোমার ওই রুপের কি বর্ননা দিব আমি
এ ত্রিভূবনও মাঝে তোমারি মতো দ্বিতীয় কোন নারী দেখিনি প্রিয়সিনী।
ওগো প্রিয়সিনী চিনি গো চিনি আমি তোমারে চিনি
তোমার উপমা শুধুই তুমি
তোমারে নিয়ে লিখবো যতই ফুরিয়ে যাবে কালি
এ অবুঝ হৃদয়ের ভালোবাসা কলমের চেয়েও দামী।
ওগো প্রিয়সিনী চিনি গো চিনি আমি তোমারে চিনি।
তোমারে আমি ভালোবাসি অনন্ত সীমাহীন জানকি তুমি।
তোমারি জীবনের সঙ্গী হয়ে পাড়ি দিব ওই দুর দিপ বাসিনী
চিনি গো চিনি আমি তোমারে চিনি ওগো প্রিয়সিনী।।