প্রেমে পরার অনুভূতি
শ্রী সজীব চন্দ্র খাসকেল
বয়সটা খুব অল্প উন্মাদ একটা মন
ভালো মন্দ বুঝেও বুঝেনা তবুও কত শত আয়োজন।।
স্কুল পেরিয়ে কলেজ মুখী সবার মুখে কত যে হাসি
হটাৎ যেন দেখা দিল স্বর্গের কোন পরী
সে কি নারী নাকি পরী প্রথম দেখাতে কী এমন এক অদ্ভুত অনুভূতি।।
যার কেশ কালো, হরিণের মতো চোখ
রুপে গুণে সে দেবী অন্নপূর্ণার প্রতিবিম্ব।।
যাকে প্রথম দেখাতেই হারিয়ে ফেলেছি নিজেকে
প্রতিক্ষনে ব্যাকুলতা আমার সঙ্গী।
চোখের পলকে ভেসে ওঠে যার ছবি
সে কি অনুভূতি যেন স্বর্গীয় শান্তি অনুভব করি।।
ওগো তুমি, নিশি রাত জাগি তবুও যেন ভুলিতে নাহি পারি
তবুও তোমার স্বপ্নে বিভোর থাকি যেওনা আমায় ছাড়ি
স্বর্গ, মর্ত্যে,পাতাল খুঁজেও যেন পাওয়া যাবে না এমন নারী।।