অতিথি পাখি
লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল


ঋতু চক্রের আবর্তনে বছরটা যে ঘেরা
তোমায় ছাড়া নিজেকে শুন্য লাগে তবুও তুমি এ গল্পে সেরা।

অধির আগ্রহে দিন কাটে কবে আসবে তুমি কবে পাবো তোমার দেখা
কল্পনার এই  জগৎ  কবে ফিরে পাবে তার বাস্তবতা।

হেমন্তের শেষে শীত মাঝে যে পাখিদের আগমন দেখতে পাই
বসন্তের হাওয়া বইতে বইতে সেই অতিথি পাখিও আপন নীড়ে চলে যায়।

ব্যাথিত করে হৃদয়, তবুও সে এক দারুণ অনুভূতি যার ছোঁয়াতে প্রকৃতি ফিরে পায় নব যৌবন হয় কত শত প্রানের সঞ্চারন।

যাকে হাজার বছর ধরে আগলে রাখার চেষ্টা করেছিল গুণিজনরা
তবে তারা ব্যর্থ এই স্বার্থপর সুযোগ সন্ধানী পাখিদের চরিত্র অঙ্কনে।

সে এক স্বার্থপর প্রকৃতির বিচক্ষণ অভিনেত্রী
ঋতু চক্রের আবর্তনে রুপ বদলে পাল্টে যায় তার চরিত্র।

এমন অতিথি পাখি বাস্তব জীবনের কিছু অংশ মাত্র
ব্যক্তি জীবনে এদের স্বীকৃতি দেওয়ার পরিনতি ভয়াবহ।

তবে তার বিদায় নিজেকে আত্ম নির্ভরশীলতা হতে বাড়িয়ে দেয়
পরিচয় করিয়ে দেয় নতুন এক জগতের সাথে যেখানে সাফল্য জীব বুনন হয়।

চলার পথের এমন অতিথি পাখিদের ঘৃণা করা নয় ভালোবাসা নয়
প্রকৃতির থেকে নেওয়া এ শিক্ষা ব্যক্তি জীবনে আত্ম সংযম হতে সেখায়।