অমরত্ব চাই
শ্রী সজীব চন্দ্র খাসকেল
অমরত্ব চাই আমি অমরত্ব চাই
বেশি কিছু নয় শুধু তোমার জমি টুকু আমি লিখে নিতে চাই।
অমরত্ব চাই আমি অমরত্ব চাই
বৃদ্ধ মা-বাবা তোমাদের জায়গা আমার ঘরে নাই।
অমরত্ব চাই আমি অমরত্ব চাই
ভিক্ষুক তুমি স্বভাব বদলাও আমার কাছে কোনো টাকা নাই।
অমরত্ব চাই আমি অমরত্ব চাই
নিচু জাতের মানুষ তোরা এ সমাজে তোদের জায়গা নাই।
অমরত্ব চাই আমি অমরত্ব চাই
ঘুষের টাকায় বাড়ি করেছি তাতে কোনো সমস্যা নাই।
অমরত্ব চাই আমি অমরত্ব চাই
দুর্নিতির সেরা পদক আমি পেতে চাই।
অমরত্ব চাই আমি অমরত্ব চাই
গরিব তোরা মরে যা তাতে আমার কোনো দুঃখ নাই।
অমরত্ব চাই আমি অমরত্ব চাই
আমার ধর্মই সেরা ধর্ম তোদের ধর্ম ছাই।
তাতে কি আমিতো অমরত্ব চাই।।