অব্যক্ত হৃদয়ের কথা
লেখকঃ🖋️🖋️শ্রী সজীব চন্দ্র খাসকেল 🖋️🖋️


অব্যক্ত হৃদয়ের অনুশোচনা
খুঁজে মেঘের শহর
আকাঁশ-পাতাল গহ্বর খুঁজে দিশে হারা মন
তবু গুনছে নিশি প্রহর।

প্রহরের সেই স্তব্ধ নিরবতায় দুকে দুকে
আসে মরা কান্নার ঢেউ
এ কান্নায় চোখে জল করে  টলমল,
তবু দৃষ্টি গোচর হয় না যেন কেউ।

কে বুঝিবে আমায়,শুনিবে হায়
এ অব্যক্ত হৃদয়ের ব্যক্ত যত কথা,
শুনেছি কহে কোকিল ও ডাকে শুধু বসন্তে
তবু কেন চারটি ঋতুর মাঝে থাকে তার মনে এত ব্যথা।

তবে সেও কি অসহায়,
কাহার কাছে দিবে বলো এই অব্যক্ত হৃদয়ের ব্যক্ত বিচার খানা
শুনিয়া হাসিবে তারা ঢেউ খেলবে তাদের ওই পাতলা ঠোঁট,
হাস্যরসের বাজার বসাবে তারা বলবে জ্বালা আগুন জ্বালা।

আগুনের এই দীপশিখায় মেঘের শহরও করে টলমল
অঝোর ধারায় বৃষ্টি বহে তবু বুঝতে দেয় না তার চোখে কত জল।

এ প্রকৃতি বয়ে চলে তার আপন গতিতে
যেখানে বেঁচে থাকাটাই মূখ্য,
সমালোচক নিন্দুকের ওই হাসি গৌন্য,
তেজ দীপ্ত করে এ অব্যক্ত হৃদয়ে জাগে বেঁচে থাকার প্রয়াস।