নতুন করে শুরু
🖋️🖋️শ্রী সজীব চন্দ্র খাসকেল 🖋️🖋️
নতুন করে হোকনা শুরু একটা সোনালী সকাল
রক্তিম সূর্য উদিত হবে কেটে যাবে সব গ্লানি অবসাদ।
হোকনা শুরু নতুন করে সুখের প্রদীপ জ্বলবে ঘরে ঘরে
গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ,শস্য ভরা ক্ষেত এতো সুখের প্রদীপেরই আবাশ।
হোকনা শুরু নতুন করে ঢেঁকির কাঁদে পাড় দিয়ে গাইবে সেথা রমনি মনের আনন্দে গান।
হোকনা শুরু নতুন করে তাঁতের বুনন ঘরে ঘরে
ফিরে পাবে তুমি পুরাতন ঐতিহ্য সম্ভার।
হোকনা শুরু নতুন করে শিক্ষার আলোয় ভূবণ ভরে
গড়বে তুমি এক নতুন দিগন্তের ইতিহাস
নতুনের কেতন উড়বে বাংলায় ধ্বনিত হবে তোমার জয় প্রকাশ।।