নব্বই দশক
লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল
আমি বড্ড মায়া বাদী একটা লোক
আমার হিংসা হয় কেন জন্মেলাম না সেকালে
কবি নজরুল রবীন্দ্রনাথের মতো প্রেম গাঁথা কত কবিতা সুর ছন্দ লেখা
লিখতে হয়তো পারতাম না
তবে স্বচক্ষে তাহা দেখিবার স্বাদ জাগে মনে।
আমি নব্বইয়ের দশকের কথা বলছি
লাইলি মজনু শিরি ফরহাদের সেই প্রেম গাঁথা
যদি পূর্নতা পেত তবে কি বেশ ক্ষতি হতো।
অর্থের প্রাচুর্য স্বার্থের দাম্ভিকতা হিংসা বিদ্বেষ সেকালেও ছিল বেশ
তবুও যেন মনে হয় বারে বারে নব্বই দশকের ওই ভালোবাসার
পবিত্রতা বজায় ছিল প্রতিটা ঘরে ঘরে।
ওরা দেয়নিতো নিজ আত্মসম্মান বিলিয়ে করেনিতো পরো কিয়া
ওহে ভেবে দেখো মন জন্মেছি মোরা কোথা
চারপাশে দেখি শুধু নগ্নতায় ভরা সমাজ গেল ভাসিয়া।
ফিরে পাবো কি মোরা নব্বই দশকের সেই সোনালী দিন গুলো
যেথায় পদ্ম ফুটতো ঝিলের জলে হাসতো খেলতো
তবু নাহি কেহ একবার তাকে ছুঁয়ে দেখতো
সে এক নির্মল আনন্দ।
এই ভেবে আমার আজও হিংসা হয় কেন জন্মেলাম না সেকালে
এই নোংরা দূর্গন্ধ যুক্ত সমাজ ধিরে ধিরে মোদের গ্রাস করে যে নিলরে।
কিছু আক্ষেপ থেকে আজ নিলাম চিরবিদায়
ভালো থেকো সবে তবে ভুলে যেও না আমায়।