নিষিদ্ধ পল্লী
লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল

এই ব্যস্ত নগরীর নব যৌবন যাঁর ছুটে চলা অসীম নিলীমায়

পথ চলতে চলতে সে থমকে দাঁড়ায় কত শত বুদ্ধিজীবি পাহাড়ায়।

ওরা নিষিদ্ধ পল্লী ওরা চামড়া বিক্রেতা ওরা পেট পুড়ে নাহি খায়

ওরা নিজ দেহ কে কষ্ট দিয়ে কত শত ছদ্মবেশীদের  তৃষ্ণা মিটায়।

ওরা না-কি পাপী নিষিদ্ধ পল্লীর নিকৃষ্ট প্রানী কহে এই বুদ্ধিজীবি সুশীল সমাজ

শুনে হাসি পায় যেই সমাজে বাবা কর্তক মেয়ে ধর্ষিতা হয়

আমি স্তব্ধ হয়ে যাই এরা মানুষ নাকি নর খেকো জ্যান্ত পশু তফাত কি আছে ভাই।

আমি শুনতে পাই ওই  নিষিদ্ধ পল্লী  থেকে করুন পৃথিবীর আর্তনাদ

যেখানে সুশীল সমাজ ফায়দা লুটছে লোক সমাজে নেতারা চরিত্রবান।

আমি ধিক্কার জানাই  ওই ছদ্মবেশী সুশীল সমাজের দেহ খেকো জ্যান্ত পশুদের

যারা এই সমাজের রুপকার  নিষিদ্ধ পল্লী তাদেরি সৃষ্টি দোষ কি দেহ বিক্রেতার।