নির্জন পথিক
................লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল............

:- এক অজানা পথের পথিক আমি
নেই যার কোন পথ চলার সঙ্গী,
যে নিয়মের আবদ্ধে আবদ্ধ নয়,
নয় সে শৃঙ্খল বদ্ধ কোন প্রানী।

খোলা জানালা কিংবা পথের ধারে ভোরের সূর্য উদয়ে ঘুম ভাঙে তার
চাঁদ মামা হয় তার নিকটতম সঙ্গী
সে তার পরম আত্মীয় শক্তির কারিগর
অন্ধকারে তাকে পথ চলতে শেখায়।

হয়তো এ ভূখন্ডে,
সূর্য অস্তমিত হয় তার সিগারেট ধোঁয়ায়
পশ্চিমের বেল কুনির কোন এক কোনে বসে,
হাজারো ব্যকুলতা স্থীর চিন্তায়,  
নয়তো নদী কিংবা সাগরের মোহনায়
ঢেউ খালানো শব্দের রোসে রোসে।

হয়তো মনে হয়,
নিঃসঙ্গতায় যেন কাটছে বহু কাল তবু হাঁপাচ্ছি না,
হাঁটছি এক অজানা গন্তব্যের টানে
যার নেই কোন তার সীমারেখা
তবু আছে দৃঢ় মনোবল শক্তি হৃদয় কোনে।
পারি দিতে হবে জীবনের অনেক টা পথ
আমি ভাবি মনে মনে।

জানতো হে মানব,
অন্ধকার ঘনিয়ে আলো আসে,
শিখিয়েছে সূর্য পরক্ষণে
বিধাতার এই নিয়মে
আলো আধারের এ সীমারেখা
আমায় বাঁধিবে কেমনে।

হয়তোবা,
আমায় বাঁধিবার শক্তি নেই কারো,
তবু বারে বারে বাঁধা হয়ে দাড়াবে এ সুশীল সমাজ
ভয় পাই না আমি তা পরক্ষণে।

যে বাঁধিবে আমায় সে এক অজানা শক্তি অজানা গন্তব্য
কল্পনাতেই ছুয়ে দেখি,বাস্তবে ছুয়ে দেখার ইচ্ছে হয় তারে।
চেষ্টার বাজারে আমি এক অসফল ব্যক্তি
খুঁজছি তবে সফলতার চাবিকাঠি খুঁজছি বারে বারে।

এ জীবন  যাত্রায় পথ ভুলেছি আমি বহুবার
খুঁজছি নিজেকে হারিয়ে,কোথাও পেয়েছি কোথাও পাইনি।
জীবনটাই হয়তো এমন মেনে নিতে শিখেছি বাস্তবতা।