নিরাপত্তাহীন পৃথিবী
শ্রী সজীব চন্দ্র খাসকেল
আমি জন্মেছি এই ভুবন মাঝে
যেখানে কত শত সুখের প্রদিপ সাজে।
হয়তো তারা আলোকিত করে এ অন্ধকারময় পৃথিবী কে
নিজে পুড়ে ছাই হয়ে যায় তবুও ভালোবাসে এ ধরনী কে ।
যার নিরন্তর চেষ্টা একটু সুখী হবার,
একটু নিরাপদে বাঁচিবার,
তা কি সম্ভব বলে মনে হয়।
যে মায়ের গর্বে দশ মাস দশ দিন ধরে স্বর্গের মতো সুখ,
ভালোবাসা পেয়েছিলাম
সেখান থেকেও যে ফিরে আসতে হলো মোদের,
যেখানে পৃথিবীর সর্বোচ্চ নিরাপদ স্থান হারালাম।
তবে কি সম্ভব সুখী হওয়া নিরাপত্তাহীন পৃথিবীতে বাঁচিবার
কোথায় তুমি নিরাপদ,যেথায় তোমার স্বপ্ন গুলো মুক্ত মনে ডানা মেলে উড়ছে
যেখানে বেদের নেই কোন ভয়, নেই কোন প্রান হারাবার সংকোচ।
এমন একটা পৃথিবী হোক যার ছায়া তলে ঠাই মিলে সকল ধর্ম, বর্ন,গোত্রের মানুষের
হিংসা বিদ্বেষ ভুলে কাঁদে কাঁদ মিলিয়ে এগিয়ে যাবে নতুন প্রজন্ম
তবে নেই কোন নিরাপত্তা বেষ্টনীর দরকার,
সবাই মিলে একসাথে বাঁচবো মোরা করবো এই অঙ্গীকার।